ডেসটিনি ভিডিও গেম নির্মাতা বাঙ্গিকে কিনছে সনি

১ ফেব্রুয়ারি, ২০২২ ০৭:৫৪  
হালো ভিডিওগেম এবং ডেসটিনির নির্মাতা প্রতিষ্ঠান বাঙ্গি ইনকর্পোরেশনকে অধিগ্রহণ করতে যাচ্ছে সনি ইন্টার‍্যাক্টিভ এন্টারটেইনমেন্ট। গেমিং খাতের প্রতিযোগিতামূলক বাজারে নিজেদেরকে আরও এগিয়ে নিতে এই অধিগ্রহণে ৩.৬ বিলিয়ন ডলার খরচ করতে হবে সনিকে। খবর রয়টার্স। এক ব্লগ পোস্টে যুক্তরাষ্ট্রের গেমিং কোম্পানিটি জানিয়েছে, সনির প্লেস্টেশন পরিবারে যুক্ত হবে বাঙ্গি। জাপানের বহুজাতিক প্রতিষ্ঠান নিজেদের ইন-হাউজ গেমিং স্টুডিওর নেটওয়ার্ক শক্তিশালী করতে সাম্প্রতিক সময়ে নানা অধিগ্রহণ বা বিনিয়োগ করছে। সনির প্লেস্টেশনের সাথে তুমুল প্রতিযোগিতা চলে মাইক্রোসফটের এক্সবক্স কনসোলের। জানুয়ারির প্রথমদিকে কল অব ডিউটি নির্মাতা অ্যাকটিভিশন ব্লিজার্ডকে কিনতে ৬৯ বিলিয়ন ডলার খরচ করেছে সফটওয়্যার জায়ান্টটি। ফলে বোঝাই যাচ্ছে গেমিংয়ে সম্ভাবনাময় বাজারে কতোটা গুরুত্ব দিচ্ছে প্রযুক্তি জায়ান্টগুলো। ২০০৭ সালে আইপিওতে যাওয়ার আগে মাইক্রোসফটের মালিকানায় ছিলো ওয়াশিংটন-ভিত্তিক বাঙ্গি। ঐ সময়েই হালো ভিডিওগেম সিরিজ নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। এছাড়া ম্যারাথন ও মিথ গেম নিয়েও কাজ করেছে বাঙ্গি। বাঙ্গি এখন ডেসটিনি গেম ২ এর স্টুডিওর জন্য অধিক দক্ষ জনবল নিয়োগ দেবে। ভিডিও গেমটি এর আগে অ্যাকটিভিশন ব্লিজার্ড প্রকাশ করেছিলো, যা এখন মাইক্রোসফটের মালিকানায়। জানা গেছে, সনি ইন্টার‍্যাক্টিভ এন্টারটেইনমেন্টের একটি স্বাধীন ইউনিট হিসেবে কাজ করবে বাঙ্গি। আর এর প্রধান নির্বাহী কর্মকর্তা পিট পারসনসের নেতৃত্ব বোর্ড পরিচালিত হবে। ডিবিটেক/বিএমটি